বিপিএলের ম্যাচগুলো দেখা যাবে যেভাবে

 শুরু হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনের নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।

 

বিপিএলের ম্যাচগুলো দেখতে গ্যালারি থাকে দর্শকে ঠাসা। তবে সব ক্রিকেটপ্রেমীর মাঠে বসে খেলার দেখার সুযোগ হয় না। কিন্তু খেলা তো আর মিস করা যায় না! তাই তো টেলিভিশনের সামনে বসেই খেলা উপভোগ করেন বেশিরভাগ দর্শক।

 

বাংলাদেশে দুটি চ্যানেল- গাজী টেলিভিশন এবং মাছরাঙা সরাসরি সম্প্রচার করবে বিপিএলের ম্যাচগুলো। র‍্যাবিটহোল অ্যাপ ও ওয়েবসাইটও সরাসরি সম্প্রচার করবে বিপিএল। গাজী টিভির ইউটিউব চ্যানেলেও সরাসরি দেখা যাবে ম্যাচগুলো।

 

এছাড়া যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বিটি স্পোর্টস, ইতালিতে ইলেভেনস্পোর্টস, যুক্তরাষ্ট্র ও কানাডায় হটস্টার, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফ্লো, আফগানিস্তানের আরটিএ, পাকিস্তানে জিও সুপার, ভারতে ফ্যানকোড ও অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টসের মাধ্যমে বিপিএল সরাসরি উপভোগ করা যাবে।

 

একনজরে-

দেশ যেখানে খেলা দেখা যাবে

বাংলাদেশ গাজী টিভি, মাছরাঙা

পাকিস্তান জিও সুপার (Geo Super)

ভারত ফ্যানকোড (Fancode)

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড বিটি স্পোর্টস (BT sports)

ইতালি ইলেভেনস্পোর্টস.আইটি (elevensports.it)

যুক্তরাষ্ট্র ও কানাডা হটস্টার (Hotstar)

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ফ্লো (Flow)

আফগানিস্তান আরটিএ (RTA)

অস্ট্রেলিয়া ফক্স স্পোর্টস (Fox Sports)

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে র‍্যাবিটহোলবিডি.কম (rabbitholebd.com)


No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.