ভেসে উঠল তিন জুয়াড়ির মরদেহ

 নিখোঁজের তিন দিন পর যমুনা নদী থেকে তিন জুয়াড়ির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মৃত জমসের আলী খানের ছেলে হাফিজুর রহমান (৩৭), নিকলাপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ফজল মন্ডল (৩৩) এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পাখিমারা গ্রামের শামছুল হকের ছেলে ছানোয়ার হোসেন ছানু (৪০)। 

রোববার (২৯ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ি থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন।


জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিন ইউনিয়নের চর বাশুরিয়া এলাকায় জুয়ার বোর্ডে হামলা চালায় একটি ডাকাত দল। তাদের হামলায় কয়েকজন গুরুতর আহত হন। হামলার হাত থেকে বাঁচতে তিন জুয়াড়ি নদীতে ঝাঁপিয়ে পরে নিখোঁজ হয়। তবে নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।  

জামালপুরের সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম জানান, সরিষাবাড়ির সীমান্তবর্তী এলাকার যমুনা নদী থেকে দুইজন এবং টাঙ্গাইলের বাসুদেবকোল এলাকার যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো


হয়েছে।

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.